ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭

হতে চাই ক্যাকটাস
                    মৌসুমী ভৌমিক


চারিদিকে শুধু নেই।
থাকলেও তোমার নাগালের বাইরে।
এই নেই এর পৃথিবীতেও বেঁচে থাকতে হবে।
তাই হতে চাই ক্যাকটাস।

জল নেই, খাদ্য নেই
তবু ক্যাকটাস বাঁচে তো মরুভূমিতে।
তাই যতই হোক মাৎসন্যায়,
যতই হোক জুলুম-
আমি হতে চাই ক্যাকটাস।

এই সুন্দর পৃথিবীর বুকে আরও কিছুদিন বেঁচে থাকতে চাই।
এই পৃথিবীর বুকে বয়ে যাওয়া হাওয়া -
আরও কিছুদিন বুক ভরে নিতে চাই -
তাই আজ আমি নিদেনপক্ষে ক্যাকটাস হয়েও বেঁচে থাকতে চাই।

হ্যাঁ, আমি এই গনগনে উত্তপ্ত  পৃথিবীর বুকেই বেঁচে থাকতে চাই।
হোক উষ্ণায়ন, যত বরফই গলুক মরুদেশে,
মরুভূমিতে মরুদ্যান না থাকুক -
আমি ক্যকটাস হয়েই এই মরুভূমিতে বেঁচে থাকতে চাই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন