বিবেক
আক্রম রাজা শেখ
ছেলেবেলার 'দুটি স্বজনের'একজনের
হলাম আমি আজ মাটিহারা ।
আজকের আসর শেষে হবেনা
জায়গা তার একমাত্র কবর ছাড়া ।
দুনিয়ায় দিতে পারিনি আমি
সময়কে পরিহার।
কান্না ফেটে যাই,চুল ছিড়ে খায়
মাঝে মাঝে বিবেকের কামড় ।
আমি সত্যি কি নিরুপায় হতবাক ?
হতভাগাদের মতোই কেউ পাচ্ছে
না শুনতে কেবল 'একবার
দেখার জন্য' আমার নিরব ডাক।
আমি নিজেকে পারলেও
সামলাতে
"জোৎ্স্নাময় আলোকের ছিদ্রে"
অবহেলিত বিবেক লেগে থাকবে
আমার দুহাতে ।
আক্রম রাজা শেখ
ছেলেবেলার 'দুটি স্বজনের'একজনের
হলাম আমি আজ মাটিহারা ।
আজকের আসর শেষে হবেনা
জায়গা তার একমাত্র কবর ছাড়া ।
দুনিয়ায় দিতে পারিনি আমি
সময়কে পরিহার।
কান্না ফেটে যাই,চুল ছিড়ে খায়
মাঝে মাঝে বিবেকের কামড় ।
আমি সত্যি কি নিরুপায় হতবাক ?
হতভাগাদের মতোই কেউ পাচ্ছে
না শুনতে কেবল 'একবার
দেখার জন্য' আমার নিরব ডাক।
আমি নিজেকে পারলেও
সামলাতে
"জোৎ্স্নাময় আলোকের ছিদ্রে"
অবহেলিত বিবেক লেগে থাকবে
আমার দুহাতে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন