নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে

বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭


 [ নিরক্ষীয় শহর]
         জয়দীপ রায় ( চিত্রসংগ্রাহক জলফড়িং)

নিরক্ষীয় শহর গুলোর ছিচকাঁদুনি বিকেল
মাইনাস পাওয়ার চশমা স্কেচ করে  টু বি পেন্সিল বুড়িটার ছবি আঁকে
ভেজা মাটির সন্ধ্যে  পানির খোঁজ বারণ
তুলির টান তখনও আই ভ্রু ছোঁয়নি
ওস্তাদের ফিনিশং টাচ গুলো  পেন্ডিং নয়
পেয়ালা হাতে নিশি ডাকের সন্ধ্যে নামা
তুমি হয়ে আসা রোয়াকে  আরও নিখুঁত হবে।

৯৮৭৪৫৯৪৪৬১

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন