পাবলিক ইস্কুল
নুরনেহার খাতুন
পিঠে বোঝা নিয়ে খোকা
বিদ্যালয়ে যায়।
দেশ দুনিয়ায় যত ব ই
সব যেন তার কাধে রয়।
এতভারী ব্যাগ নিয়ে হায়
কেমন করে যাও,
আচ্ছা খোকা একটু থাম
একটা কথা ক ও।
তোমার সে সব স্কুলে
ইংরেজী তে পড়ায় খালি।
বাংলা পড়া হয় না সেথায়
বাংলা যে হায় হ্যাংলামি।
ইংরেজি তে বললে কথা smart হয়।
বাংলাতে বললে কথা সবাই বলে পচা বাঙালি।
বাংলা কর অবহেলা
এটাই তোমার মাতৃভাষা
মোদের গব্ মোদের আশা আ মরি বাংলা ভাষা।
কাড়ি কাড়ি লাগে টাকা
মাস না যেতেই ট্যাক টি ফাকা
কেমন করে দিচ্ছে টাকা যারা পড়ায় তারাই জানে।
সব কিছু তেই লাগে টাকা হাচতে গেলে কাশতে গেলে।
থাকুক টাকা নাই বা থাকুক দিতেই হবে মাসটা গেলে।
আচ্ছা বল বিদ্যা আবার যায় কি কেনা?
এখন আবার বিদ্যালয়ে বিদ্যা বিক্রির চলছে খেলা।
এটাই তোমার মাতৃভাষা।
নুরনেহার খাতুন
পিঠে বোঝা নিয়ে খোকা
বিদ্যালয়ে যায়।
দেশ দুনিয়ায় যত ব ই
সব যেন তার কাধে রয়।
এতভারী ব্যাগ নিয়ে হায়
কেমন করে যাও,
আচ্ছা খোকা একটু থাম
একটা কথা ক ও।
তোমার সে সব স্কুলে
ইংরেজী তে পড়ায় খালি।
বাংলা পড়া হয় না সেথায়
বাংলা যে হায় হ্যাংলামি।
ইংরেজি তে বললে কথা smart হয়।
বাংলাতে বললে কথা সবাই বলে পচা বাঙালি।
বাংলা কর অবহেলা
এটাই তোমার মাতৃভাষা
মোদের গব্ মোদের আশা আ মরি বাংলা ভাষা।
কাড়ি কাড়ি লাগে টাকা
মাস না যেতেই ট্যাক টি ফাকা
কেমন করে দিচ্ছে টাকা যারা পড়ায় তারাই জানে।
সব কিছু তেই লাগে টাকা হাচতে গেলে কাশতে গেলে।
থাকুক টাকা নাই বা থাকুক দিতেই হবে মাসটা গেলে।
আচ্ছা বল বিদ্যা আবার যায় কি কেনা?
এখন আবার বিদ্যালয়ে বিদ্যা বিক্রির চলছে খেলা।
এটাই তোমার মাতৃভাষা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন