শৈশব
প্রেমা নাহা বসাক
ফিরে পাবো কি কখনও আর সেই শৈশব?
সেই বিকেলের লুকোচুরি আর কানামাছির দল,
ঘুম ঘুম চোখে সেই রোজ সকালের স্কুল
আর একঝাঁক ভোরের পাখিদের কোলাহল।
বন্ধুদের আড্ডা আর অভিমানের রেশ
সময়টা তখন কিভাবে জানি কেটে যেতো বেশ।
টিউশনের সেই গলি আর ছুটির শেষের ফুচকা খাওয়া
শুকনো পাপড়ির সাথে যেন এক্সট্রা খুশি পাওয়া।
রান্নাবাটি পুতুল খেলা আর বর-বউয়ের বিয়ে,
ভূতের গল্প রাজা-রানি ঠাকুমার ঝুলি নিয়ে।
লোডশেডিংয়ের অন্ধকারে গানের লড়াই খেলা,
দূর্গাপূজোয় ক্যাপ ফাটানো আর ঝুলনের মেলা।
দুপুর বেলায় ঝুলবারান্দায় বোম্বাই মিঠায়ের হাঁক,
ফুল পাতা গাছ রংবেরংয়ের কিংবা গুড়ের চাক।
বয়াম থেকে আচার চুরি কিংবা গুঁড়ো দুধ,
ভাই বোনেদের ভালোবাসা ছিল তখন অটুট।
ছুটির দিনের চড়ুইভাতি, স্কুলে ঝালমুড়ি মাখা,
টিফিনের অর্ধেকটা থাকতো প্রিয় বন্ধুর জন্য রাখা
সেসব দিনের স্মৃতিগুলো মনে আজ জলছবি রঙ আঁকে,
ব্যস্ত জীবনে ঘরের কোণে শৈশব ধূলো মাখে।
প্রেমা নাহা বসাক
ফিরে পাবো কি কখনও আর সেই শৈশব?
সেই বিকেলের লুকোচুরি আর কানামাছির দল,
ঘুম ঘুম চোখে সেই রোজ সকালের স্কুল
আর একঝাঁক ভোরের পাখিদের কোলাহল।
বন্ধুদের আড্ডা আর অভিমানের রেশ
সময়টা তখন কিভাবে জানি কেটে যেতো বেশ।
টিউশনের সেই গলি আর ছুটির শেষের ফুচকা খাওয়া
শুকনো পাপড়ির সাথে যেন এক্সট্রা খুশি পাওয়া।
রান্নাবাটি পুতুল খেলা আর বর-বউয়ের বিয়ে,
ভূতের গল্প রাজা-রানি ঠাকুমার ঝুলি নিয়ে।
লোডশেডিংয়ের অন্ধকারে গানের লড়াই খেলা,
দূর্গাপূজোয় ক্যাপ ফাটানো আর ঝুলনের মেলা।
দুপুর বেলায় ঝুলবারান্দায় বোম্বাই মিঠায়ের হাঁক,
ফুল পাতা গাছ রংবেরংয়ের কিংবা গুড়ের চাক।
বয়াম থেকে আচার চুরি কিংবা গুঁড়ো দুধ,
ভাই বোনেদের ভালোবাসা ছিল তখন অটুট।
ছুটির দিনের চড়ুইভাতি, স্কুলে ঝালমুড়ি মাখা,
টিফিনের অর্ধেকটা থাকতো প্রিয় বন্ধুর জন্য রাখা
সেসব দিনের স্মৃতিগুলো মনে আজ জলছবি রঙ আঁকে,
ব্যস্ত জীবনে ঘরের কোণে শৈশব ধূলো মাখে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন