চৈতি চাঁদের কাছে
চৈতি চাঁদ, তোমার কাছে প্রার্থনা করেছিলাম
আরো কিছুটা স্বচ্ছ আলোর , জোনাক
থেকে আরো কিছু মাধুর্য-মাখানো রশ্মি
যাতে ঘাসের উপর ব'সে বই পড়তে পারি
অনায়াসে, অক্ষরগুলো স্পষ্ট দেখা যায়,
অন্ততঃকলমের রেখাগুলো দৃশ্যমান হয়।
তুমি জোনাক বাড়াতে বাড়াতে হলে
পূর্ণিমার চাঁদ, বাঁধভাঙা মোহময়ী রূপসী
শশীকলাগুলো ভেসে গেল স্রোতের বন্যায়,
তবু আমার অক্ষর বই-পড়া লেখা
কোনোটাই হলো না অনায়াস, শুধু আভাসের মতো
ফুটলো কিছু রেখার আঁকিবুকি দুঃখী
নদীর মতো মন-মরা আটকে'-যাওয়া চড়ায় ।
আবার তোমার জোনাক কমতে কমতে কবে
আঁধার ঘনালো হৃদয়ের বিস্তীর্ণ গুহায়,
যেন তুমি ব'লে গেলে,আমার কাছে নয় , বন্ধু,
অংশুমালীর কাছে যাও,ওখানে যতো খুশী চাও,
আমার কাছে শুধু প্রেমের মহুয়া আছে,
অক্ষর-কালির কোনো কারুকার্য নাই, তাই
মায়ায় জড়াই শুধু, লাবণ্যে রহস্য ফুটে উঠে ।।
© বদরুদ্দোজা শেখু
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন