সম্পাদকীয় কলম:-
"শরতের শিশির মানেই মা দুর্গার আবাহন আর বর্ষার বৃষ্টি মানেই সোঁদা মাটির গন্ধ এক আত্মিক টান। অনুভূতির মিশেলে সংসার ও সম্পর্কে বিস্তৃত রজনী পেরিয়ে প্রথম সূর্যের আলো।
জলফড়িং তেমনই আত্মিক মেলবন্ধনের উঠোন আমরা সকলেই সদস্য, পরিবারের সূত্রটা গাঁথি। সম্মান, যশ, প্রতিপত্তির বাইরেও মনের তারে মেলে দিতে প্রস্তুত হয়েছি আমরা। জীবনে যে যাই করি না কেন, এটুকু সময় অতিবাহিত করি জলফড়িংয়ের ডানায়।
"সমুদ্রের গভীরতায় কিংবা নদীর খরস্রোতায় জলফড়িংকে এগিয়ে নিয়ে যেতে আপনাদের সকলের সাহায্য ও আন্তরিক সহযোগিতায় আমি কৃতজ্ঞ। আমি ধন্য এই সংখ্যার সম্পাদক হিসাবে সকল দায়িত্বভার কাঁধে তুলে পেরেছি বলে। আর আপনাদের যাদের পাশে পেলাম তাদের অসংখ্য ধন্যবাদ জানাই।
সুনন্দ মন্ডল
"শরতের শিশির মানেই মা দুর্গার আবাহন আর বর্ষার বৃষ্টি মানেই সোঁদা মাটির গন্ধ এক আত্মিক টান। অনুভূতির মিশেলে সংসার ও সম্পর্কে বিস্তৃত রজনী পেরিয়ে প্রথম সূর্যের আলো।
জলফড়িং তেমনই আত্মিক মেলবন্ধনের উঠোন আমরা সকলেই সদস্য, পরিবারের সূত্রটা গাঁথি। সম্মান, যশ, প্রতিপত্তির বাইরেও মনের তারে মেলে দিতে প্রস্তুত হয়েছি আমরা। জীবনে যে যাই করি না কেন, এটুকু সময় অতিবাহিত করি জলফড়িংয়ের ডানায়।
"সমুদ্রের গভীরতায় কিংবা নদীর খরস্রোতায় জলফড়িংকে এগিয়ে নিয়ে যেতে আপনাদের সকলের সাহায্য ও আন্তরিক সহযোগিতায় আমি কৃতজ্ঞ। আমি ধন্য এই সংখ্যার সম্পাদক হিসাবে সকল দায়িত্বভার কাঁধে তুলে পেরেছি বলে। আর আপনাদের যাদের পাশে পেলাম তাদের অসংখ্য ধন্যবাদ জানাই।
সুনন্দ মন্ডল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন