ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

শুক্রবার, ৩ জুলাই, ২০২০

কবিতায়: অর্পন বসাক


আগলে রাখার ব্যর্থতা
অর্পণ বসাক

তারপর জ্বর সেরে আসে,
কিন্তু রুক্ষ মুখে ভীষণ অরুচি।
সারা রাতের দেখা স্বপ্নের তোমাকে
ভাবতে বসি।
কাজল চোখ,কিরণ হাসি আর,আর আলতো
কন্ঠে তোমার কথা,"কিচ্ছু হবে নারে,
এই তো আমি আছি।ভয় কিসের।"
ভাবতে ভাবতে নিজেই পাগলের মতো হেসে উঠি।

তারপর মুঠোফোনটা হাতে নিয়ে কন্টাক্ট লিস্টে
থাকা তোমার নামটায় হাত বোলাই।
গ্যালারি জুড়ে থাকা তোমার সব ছবি গুলো
দেখে ঠোঁটের নীচে হাসির আলো পড়ে।
হঠাৎ করেই তোমায় না জানিয়েই চুমু খেয়ে নিই কপালে..

ধীরেধীরে আমাদের কথা হওয়া পুরোনো ম্যাসেজ
গুলোর দিকে তাকাই।
যদিও এখনো কথা হয়!
তবে সম্পূর্ণই কাজের কথা,সম্পূর্ণই নিজেদের কথার
বাইরের কথা।
তখন শুধু মনে হয় তুমি এভাবে মনের দিক থেকে
যোগাযোগটা নিভিয়ে না দিলেও পারতে।
শেষ বার তুমিও সবার মতোই না বললেও পারতে
"ভালো থাকিস"শুধু বদলে আমিই বলতে পারি নি;
আর যাই হয়ে যাক শুধু পাশে থাকিস।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন