ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

শনিবার, ২৫ জুলাই, ২০২০

কলমে : সুনন্দ মন্ডল

হাতটা বাড়িয়ে দাও  ‎
সুনন্দ মন্ডল

 পাঁচ বছর আগেও আমরা হাঁস ছিলাম
 ওই যাকে বলে একজন হাঁসা,
 আরেকজন হাঁসি! সারাদিন পুকুরে,
 খালে-বিলে কিলবিল করে বেড়াতাম।
 এবাড়ি সে বাড়ির খুদ কুটো কিংবা ধান খেতাম,
 আর প্যাকপ্যাক করে মাতিয়ে রাখতাম গৃহস্থের বাড়িও।
  রাতের বেলা মানুষ হতে চাইতাম।
  আজ মানুষ !
  মানুষের বেশ ধরে পেরিয়ে যাচ্ছি বহু শতাব্দী,
  স্বপ্নের ভেলায় মুক্তি দিতে চাইছি মনকে।
  হ্যাঁ, আমরা মানুষ! তাই এভাবেই হয়তো
 বেঁটে হয়ে যাচ্ছি ক্রমশ
 স্বপ্ন আঁকি! তা পূর্ণ করতে লাগে মিথ্যে প্রতিশ্রুতি
 কিংবা রঙিন কাগজের তেজ,
 যাতে লেখা কিছু নম্বর!
 জৈবিক চাহিদাও কেমন ঝনঝনে ভাঙা টিনের মতো।
 তাই চলো, আজ আমরা পাখি হয়ে যায়!
 ওই নীল আকাশের শামিয়ানা গায়ে জড়িয়ে,
 নব বিপ্লবে বাতাসের পাখায় গতি বাড়িয়ে দিই,
 ছুটে যায় স্বপ্ন পূরণে!
 মানুষ বেশে যা অপূর্ণ।
 যাবে? তাহলে হাতটা বাড়িয়ে দাও।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন