ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

রবিবার, ৫ জুলাই, ২০২০

এসো আমার গাঁয়
মুনমুন চক্রবর্তী


 বন্ধু!
এই শহরের ব্যস্ততা পেরিয়ে
একটিবার এসো আমার গাঁয়,
দেখবে সবাই কেমন জড়িয়ে রাখে
তোমায় মায়া মমতায়।

তুমি দেখবে সূর্য ওঠা ভোরের আকাশ,
দেখবে কচি ধানের ক্ষেতে
বাতাসে খেলা করে ঘাস ফড়িংয়ের ঝাঁক!
আমি তোমায় নিয়ে কাক ভোরে
তুলবো শাপলা-শালুক আর কাটবো সাতাঁর বিলে!

তোমায় নিয়ে সারা গ্রাম ঘুরে,
বসবো বটের ছায়ায়।
তারই শীতল বাতাসে জুড়িয়ে যাবে,
তোমার ক্লান্ত মন।
রোদেলা আকাশে বহুদূরে উড়ে বেড়াবে
কয়েকটি গাঙচিল!

তুমি এসো,
তুমি এসো বন্ধু আমার ছোট্ট গাঁয়।
তোমায় নিয়ে যাবো আমি
স্বপ্নের সবুজ সীমানায়।

1 টি মন্তব্য: