প্রতিপক্ষ
অঙ্কুশ ভৌমিক
(১)
তুমি বহুদূর দিয়ে হেঁটে চলো
আমি তাতে কলঙ্ক খুঁজি।
অবিরাম অর্ধদগ্ধ মন
কাদা ছিটিয়ে শান্ত হয় না।
আরো অনেক শান্তি চাই আমার
অনেক বেশি...
(২)
হারতে আসিনি আমি
মনুমেন্টের চূড়ায় বসে
পা দোলাতে দোলাতে
তোমার মুখে ছুঁড়ে দিই-
থুতুর দলা
(৩)
ঝড়ে পড়ে যাওয়া তালগাছটার
পাশে বসে নেশা করি।
আস্তে আস্তে শান্তি আসে মনে
অনেক শান্তি
আমি তোমারই মতো
প্রতিপক্ষ ছাড়া বাঁচতে চাই,
কিংবা মরতে
অঙ্কুশ ভৌমিক
(১)
তুমি বহুদূর দিয়ে হেঁটে চলো
আমি তাতে কলঙ্ক খুঁজি।
অবিরাম অর্ধদগ্ধ মন
কাদা ছিটিয়ে শান্ত হয় না।
আরো অনেক শান্তি চাই আমার
অনেক বেশি...
(২)
হারতে আসিনি আমি
মনুমেন্টের চূড়ায় বসে
পা দোলাতে দোলাতে
তোমার মুখে ছুঁড়ে দিই-
থুতুর দলা
(৩)
ঝড়ে পড়ে যাওয়া তালগাছটার
পাশে বসে নেশা করি।
আস্তে আস্তে শান্তি আসে মনে
অনেক শান্তি
আমি তোমারই মতো
প্রতিপক্ষ ছাড়া বাঁচতে চাই,
কিংবা মরতে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন