নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে

শনিবার, ২৫ জুলাই, ২০২০

সম্পাদকীয় কলমে : পাখি পাল



সম্পাদকীয় কলমে
পাখি পাল

'জলফড়িং সাপ্তাহিক' আয়োজিত 'আপনি সম্পাদক আপনিই কবি' সাপ্তাহিক সংখ্যা বিভাগে এই সপ্তাহে আমার উপর সম্পাদনার ভার দেওয়া হয়েছে, এজন্য "জলফড়িং"-সহ সকলের প্রতি জানাই অশেষ কৃতজ্ঞতা।
এই সপ্তাহের সংখ্যার নাম- 'ভাবনার মুক্তি', এবং লেখার বিষয়-"ইচ্ছেপূরণ" নির্বাচন করেছি। জনৈক লেখকের মতে--'জীবন হল পদ্মপাতার উপরিকার জলবিন্দুর মত'--অর্থাৎ জীবনের ধর্মই হলো প্রতিনিয়ত চ্যালেঞ্জ-এর সম্মুখীন হওয়া। আর এই চ্যালেঞ্জ-এর সম্মুখীন হতে হতে মানুষ নিজের অজান্তেই হয়ে উঠছে জটিল থেকে জটিলতর। মাঝে মাঝে তাই মনে হয়..যদি এত জটিলতা না থাকতো কিংবা মানুষ না হয়ে যদি অন্যকিছু হতাম..তাহলেও কি একইরকম প্রতিযোগিতার সম্মুখীন হতে হতো।

অনেকেরই কোনো না কোনো সময়ে মনে হয়েছে....ইস, যদি মানুষ না হয়ে অন্যকিছু হতে পারতাম.., কিন্তু মানুষ হয়ে যখন জন্ম নিয়েই নিয়েছি বাস্তবে অন্য কিছু হওয়া তো সম্ভব নয়, তবে হ্যাঁ, আমাদের ভাবনায় আমরা ইচ্ছে পূরণ করতেই পারি, সেখানে তো অসম্ভব নয়, বরং এই ইচ্ছে পূরণের মধ্যদিয়েই ক্ষণিকের জন্য হলেও আমরা সকল জটিলতার বাইরে গিয়ে একটু সহজ অনুভূতিগুলোকে জাপটে ধরতে পারি, যাতে পরবর্তী পরিস্থিতিগুলোর জন্য অনেকটা অক্সিজেন পাওয়া যায়।

এই ভাবনা নিয়েই তৈরি হয়েছে আমাদের কবি ও লেখকদের "ভাবনার মুক্তি" সংখ্যা ও বিষয়-"ইচ্ছেপূরণ"। পরিশেষে, যাদের এই সংখ্যায় লেখা পেলাম এবং যাদের লেখা পেলাম না সকলকেই জানাই অসংখ্য ধন্যবাদ।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন