সময়ের অধ্যায়
রাজা অধিকারী
মনে পড়ে আজ ও সেই দিন।
শৈশবের সেই মধুর অধ্যায়,
ছেলেবেলা, দুষ্টুমি, আন্তরিকতা,
চারিদিকে ছিল মেঘলা আকাশ,
বই ছিল মিষ্টি বাতাস,
ছিল সবুজের ছড়াছড়ি ,
আনমনা মন, চঞ্চল দৃষ্টি
তোমার মুখেতে হাসি দেখে মনের অরণ্যে নেমে এসেছিল বৃষ্টি।
তুমি ছিলে বিধাতার অপরূপা সৃষ্টি।
ভালোলাগা ভালোবাসা সবই এখন অতীত।
পথ চলেছি একা,
বহু দূর এগিয়ে এসেছি,
ফিরে আসার পথ হারিয়েছি,
অতীতকে ভুলে বর্তমানে বাঁচতে শিখেছি।
বেড়েছে বয়স, বদলে গেলো অধ্যায়,
চারিদিকে হাহাকার, ছুটছে সবাই।
কারো কাছে অন্যের জন্য নেইকো সময়।
স্বার্থ সিদ্ধিতে মগ্ন সবাই ,
মুখে হাসি, পিছনে অভিনয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন