ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

শনিবার, ১৮ জুলাই, ২০২০

কলমে : পাখি পাল

বিপন্ন মানবসমাজ
পাখি পাল

আধুনিকতার ছোঁয়ায় আজ বিপন্ন
শৈশব থেকে যৌবন
বাইরে সব ঘষে মেজে রঙ,
কিন্তু ভিতরের আমিটা যে নিরাভরণ
সভ্যতা, সমাজ সব এগোচ্ছে,
এগোচ্ছে তো মানুষও
তবু, যেন কোথাও পড়ে পড়ে,
ধুঁকছে হেরে যাওয়া মনুষত্ব
এ কোন যুগে দাঁড়িয়ে মোরা,
যেথা বেকার যৌবন ছটফটায়।
ভালোবাসার প্রেরণার অভাবে,
ক্লান্ত মন রাত জেগে কাটায়
শিশুকে নাকি হতে হবে বড়,
করতে হবে অনেক রোজগার।
কই বলা তো হলো না তাকে,
কখনো সত্যকে কোরোনা অস্বীকার।
আমরা হয়েছি আধুনিক,
আপনকে করেছি পর।
তাইতো আজ মন শিল্পী নয়,
ব্যাবসায়ী হয়ে বাড়িয়েছে দর।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন