ফিনিক্স
সায়ক দাস
এই তুমি যখন
পার্কস্ট্রিটে লেমোনেডে নিজেকে
ঘুলিয়ে নিলে আপাদমস্তক ,
তোমার থেকে বিদায় নিল
একটা মেছো , আঁশটে গন্ধের দিন ।
তোমার ঘামের গন্ধে
যে ইতর মৌমাছিরা পরাগযোগ করে
অমৃতকুন্ড আত্মসাৎ করল ,
তোমার থেকে হারিয়ে গেল
একটা কানা গলি , ছোট্ট রান্নাঘর ।
তোমার শরীরে বেড়ে ওঠা মেঘের বজ্রপাতে
একটা সাধারণের ঘরে কান্নার রোল উঠল
আগুনে পুড়ে সবটুকু শেষ !
সায়ক দাস
এই তুমি যখন
পার্কস্ট্রিটে লেমোনেডে নিজেকে
ঘুলিয়ে নিলে আপাদমস্তক ,
তোমার থেকে বিদায় নিল
একটা মেছো , আঁশটে গন্ধের দিন ।
তোমার ঘামের গন্ধে
যে ইতর মৌমাছিরা পরাগযোগ করে
অমৃতকুন্ড আত্মসাৎ করল ,
তোমার থেকে হারিয়ে গেল
একটা কানা গলি , ছোট্ট রান্নাঘর ।
তোমার শরীরে বেড়ে ওঠা মেঘের বজ্রপাতে
একটা সাধারণের ঘরে কান্নার রোল উঠল
আগুনে পুড়ে সবটুকু শেষ !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন