ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

রবিবার, ৫ জুলাই, ২০২০



                   ফিনিক্স
                   ‎    সুনন্দ মন্ডল

রবীন্দ্র সরণি তখনও ক্লান্ত, ভোরের মেঘ মেখে
স্থবিরতা ভাঙতে গিয়ে হোঁচট খেল না দেখে!

বিবর্ণ ওই বিষণ্ন আকাশের প্রত্যক্ষ সংলাপ
বিদীর্ণ কাঁথায় জড়ানো যত খেজুড়ে আলাপ।

ফিনিক্স পাখি বার্তা দিল সমাজ সংগঠনে
জাগরণী শক্তি হয়ে নতুন নিবেদনে।

সবুজ রঙের কথায় মাখা উজ্জীবনি মন্ত্র
ব্যস্ত পাহাড়ে আটকে রাখা জটিল সব তন্ত্র।

নবারুণ আজ অন্য দিগন্ত লিখেছে দেখো,
তারই থেকে মাথা তোলার প্রেরণা শেখো।

ব্রাত্য জীবনে আজ লিপিগাথা আর সংসার ধর্ম
অভিযোগহীন ভালোবাসাটাই হোক বাঁচার বর্ম।
       

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন