ইচ্ছেসূচী
রথীকান্ত সামন্ত
তোমায় যদি দেখতে পেতাম আগুন দিয়ে ছুঁয়ে
আমার প্রণয় ছড়িয়ে দিতাম চকমকিদের ভিড়ে
আপনি হতাম শুকনো পাতা রুক্ষতম ভূঁয়ে
আমার আভায় জ্বলতো আকাশ রাতমোহনার তীরে।
অনেক দূরে গভীর কুয়ো বরফশীতল যোনি
তার 'পরে মুখ নোয়ায় যারা জলের নাগাল পেতে
সেথায় আমি বীজ হতে চাই কিংবা প্রতিধ্বনি
তৃষ্ণা পথে চাই গো তাদের বিতৃষ্ণাতে যেতে।
তোমার নামে আগমনী পথ পেরিয়ে আসে
আমার বুকে আকাশ নামে স্পর্শ করে ভূমি
আমায় তুমি সাজাও তোমার যে রূপ চোখে ভাসে
তোমার মতন করে আমায় পূর্ন করো তুমি।
তোমার সাথে বোঝাপড়ার ইচ্ছে আমার খাঁটি
আমার ইচ্ছে ঝাড়বাতিময়, গোলাপগন্ধী জলে
আমার ইচ্ছে মজলিশি খুব, আমার ইচ্ছে মাটির।
আমার ইচ্ছে তোমায় পাওয়া বকুলবনের তলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন