ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

শনিবার, ২৫ জুলাই, ২০২০

কলমে : প্রীতম রায়




বর্ষাবরণ
প্রীতম রায়

এই মেয়ে পথ আটকালে যে
জানো না আমার বদনাম আছে,
ভুল করে কেউ ছায়া মাড়ালে 
জানো পন্ডিত মহাজনেরাও গঙ্গা স্নান করে।
ছুঁয়ে ও না আমায়! 
আরে তোমার পাপ লাগবে যে।
কেন লাগবে? 
জিজ্ঞেস করো না।
কথা শোন বলছি সরে দাঁড়াও
আচ্ছা মেয়ে তুমি ভয় নেই মনে?
না নেই মশাই।
পাপের তোয়াক্কা আমি করি না।
শুনেছি তোমার গান।
যেদিন আকাশ মেঘলা করে ,
বৃষ্টি নেমেছিল চিলেকোঠায় ।
শুনেছি তোমার সুর নাকি মেঘেরা শোনে,
আমায় নেবে তোমাদের সাথে।
শেখাবে কিভাবে ডাকতে হয় মেঘেদের।
কেন প্রেয়সী? কি করবে শিখে?
জানো না মল্লার আমি বৃষ্টি ভালোবাসি।
মেঘেদের বুকে মুখ ডুবিয়ে বসে।
শূন্য পাওয়া অঙ্কের খাতা দিয়ে বানাবো নৌকো
জল থৈ থৈ বাকা পথে ওরা চলবে।
তোমার সুর এঁকে দেবে ওদের পথ।
আর আমি জানলা দিয়ে দেখব
আমাদের এই বর্ষাবরণ ।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন