"জীবিকা"
*তনুশ্রী গুহ*
জীবিকার সন্ধানে কেউ খোঁজে সুযোগ,
কেউবা বিসর্জন দেয় হারিয়ে যাওয়া ক্ষোভ।
কেউ চায় সরকারী চাকরি,
কেউ চায় বেঁচে থাকার কিছু একটা তড়িঘড়ি।
সবাই আজ ছুটছে জীবিকার পশ্চাতে,
কেউ বা জীবিকার লোভে বিসর্জন দিচ্ছে সততার মনুষ্যত্ব।
শিশুরাও যেনো নেমে পড়েছে এই জীবিকার প্রতিযোগিতায়,
তাইতো আজ শিশুশ্রমিক রাস্তায়- রাস্তায়।
জীবিকাই সব, জীবন নাইবা থাকুক,
তাইতো আজ শিশুশ্রম ঘোরে দু-মুঠো অন্নের অপেক্ষায়।
সবুজ পরিবেশ তাদের জন্য নয়,
খেলাধুলো! তা আবার কি জিনিস?
দায়িত্বের বোঝা কাধে নিয়ে চলে শিশুশ্রমের গতি,
জীবিকাই সব, জীবনের নতুন কি-বা প্রতিশ্রুতি!
*তনুশ্রী গুহ*
জীবিকার সন্ধানে কেউ খোঁজে সুযোগ,
কেউবা বিসর্জন দেয় হারিয়ে যাওয়া ক্ষোভ।
কেউ চায় সরকারী চাকরি,
কেউ চায় বেঁচে থাকার কিছু একটা তড়িঘড়ি।
সবাই আজ ছুটছে জীবিকার পশ্চাতে,
কেউ বা জীবিকার লোভে বিসর্জন দিচ্ছে সততার মনুষ্যত্ব।
শিশুরাও যেনো নেমে পড়েছে এই জীবিকার প্রতিযোগিতায়,
তাইতো আজ শিশুশ্রমিক রাস্তায়- রাস্তায়।
জীবিকাই সব, জীবন নাইবা থাকুক,
তাইতো আজ শিশুশ্রম ঘোরে দু-মুঠো অন্নের অপেক্ষায়।
সবুজ পরিবেশ তাদের জন্য নয়,
খেলাধুলো! তা আবার কি জিনিস?
দায়িত্বের বোঝা কাধে নিয়ে চলে শিশুশ্রমের গতি,
জীবিকাই সব, জীবনের নতুন কি-বা প্রতিশ্রুতি!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন