নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে

শুক্রবার, ৩ জুলাই, ২০২০

কবিতায়: পাখি পাল

জীবনের অধ্যায়
পাখি পাল

শৈশবে যে অধ্যায়ের হয় সূচনা
সারাটা জীবন ধরে চলে তারই রচনা..
প্রথমে সমতলে হাঁটতে শেখা তারপর
চড়াই-উতরাই..
প্রথমে ছাতার ছায়া তারপর চলা ছাতা ছাড়াই..
নিয়মের বেড়াজালে বেড়ে ওঠে চারা
তারপর জন্মায় আগাছা আর উপড়ে ফেলার
তাড়া..
ধীরে ধীরে শক্ত হয় মূল
জীবন বোঝায় কতটা ঠিক আর কোনটা ভুল..
মাটির কৈশিক জলে গাছ বুঝে নেয় পূর্নতা
জলবায়ুর বৈচিত্র্যে ঠিক করে নেয় অভিযোজনের মাত্রা
জীবনের অধ্যায়গুলো একের পর এক আসে
মানুষ নিজেকে বুঝে কাঁদে কিংবা হাসে..
প্রতিটি অধ্যায়েই সে লিখতে চায় নতুন ইতিহাস
যেখানে থাকবে তৃপ্তি আর খুশি একরাশ..
তবু কিছু অধ্যায়ে চলে আসে পুনরাবৃত্তি
হেরে গিয়েও বাঁচা মন খোঁজে যন্ত্রণার নিস্পত্তি..
এতদসত্ত্বেও শেষ অধ্যায়ে জীবন উপসংহার লেখে,
জমা-খরচের হিসেব শেষে পঞ্চভূতেই নিজেকে দেখে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন