প্রবন্ধ- ডিপ্রেশন এবং বন্ধুত্ব
ঈশিতা মন্ডল
সম্প্রতি একটা ভীষণ বেদনাদায়ক খবর আমাদের আষ্টেপৃষ্টে ধরে রেখেছে, তা হল সুশান্ত সিং রাজপুতের হৃদয়বিদারক মৃত্যু সংবাদ।। কিছুদিন আগে নিজের বান্দ্রার ফ্ল্যাটে তিনি আত্মহত্যা করেন।। খবরটা শোনার পর থেকে প্রিয় অভিনেতা , প্রিয় একজন মানুষ চলে যাওয়ার যন্ত্রণার সাথে সাথে আমাদের মনে ঘনীভূত হয়েছে একটা প্রশ্ন, ঠিক কি হয়েছিলো আমাদের সবার প্রিয় সুশান্ত এর সাথে? লড়াকু, মেধাবী, জীবনীশক্তি তে ভরপুর, তারুণ্যে উজ্জ্বল এই মানুষ টার জীবনে কি এমন ঘটলো যে উনি জীবনযুদ্ধে হার স্বীকার করে নিলেন? অনেক থিওরি উঠে আসছে, তার ই মাঝে উঠে আসছে ডিপ্রেশন এর থিওরি। ডিপ্রেশন বা মানসিক অবসাদ , সত্যি কথা বলতে , আজকের দিনে একটা জ্বলন্ত সমস্যা।। সুশান্ত কি কারণে এই চূড়ান্ত পদক্ষেপ নিয়েছেন, কারণ কি শুধুই ডিপ্রেশন নাকি রয়েছে আরো কিছু অন্তর্নিহিত অন্তর্ঘাত!?! সে খবর নিশ্চয় দায়িত্বে থাকা তদন্তকারী অফিসার রা খুঁজে বার করবেন বলে আমার বিশ্বাস।। তাই সে চর্চায় আমরা আর নাই বা গেলাম।। তার চেয়ে আসুন, দুটো অন্য কথা বলি।। এই যে ডিপ্রেশন, এর মূলে কি আছে বলুন তো? সত্যিকারের বন্ধুত্বের অভাব।। হ্যাঁ, ক্ষণিকের মনোমালিন্যের জেরে কত বন্ধুত্ব শেষ হয়ে যায় ।। মুহূর্তের ভুল বোঝাবুঝি তে এককালের অভিন্নহৃদয় বন্ধু যেন হঠাৎ করে হয়ে যায় অচেনা।। আর এভাবেই আমাদের জীবন থেকে একের পর এক চলে যেতে থাকে সম্পর্কগুলো, বন্ধুত্ব গুলো। আর দিনের শেষে সঙ্গ দিতে পড়ে থাকে তিক্ততা এবং একাকীত্ব, যা একদিন নিয়ে আসে মানসিক অবসাদ তথা ডিপ্রেশন। তার চেয়ে আমরা যদি জীবন টাকে একটু অন্য দৃষ্টিভঙ্গি দিয়ে দেখি তাহলে কেমন হয়? ভাবুন না! কোনদিন আমরাও তো নিখিলেশ , মইদুল হয়ে যাবো।।। কেউ হয়ত অমলের মত জীবনযুদ্ধ লড়ব, কেউ বা আবার গোয়ানিজ বন্ধুর মত কালের নিয়মে হারিয়ে যাবো.. গিটারের সুর রয়ে যাবে কেবল মন - মস্তিষ্কের অনুরণন হয়ে।। আরেক কোনো রমা রায় হয়ত তৈরি হবে আমাদের মাঝে। আরেক কোনো সুজাতা হয়তো সাজাবে সংসার, সাড়ে চারটার আড্ডা বা যামিনী রায়- বিষ্ণু দে বিষয়ক আলোচনার থেকে স্বামীর চা, ছেলের টিফিন, নিজের সান্ধ্যকালীন দূরদর্শন ধারাবাহিক হয়ত আপন হয়ে যাবে তার। হাজার হাজার কফি হাউসের আড্ডা এভাবেই হারিয়ে যাবে... হারিয়ে যায়।তাই জীবনের বন্ধুত্ব গুলোকে, হৃদয়তারে বাঁধা সম্পর্কগুলোকে যতটা পারা যায়, যতদিন পারা যায়, আঁকড়ে ধরে বেঁচে নি না আমরা।। মন কষাকষি, জমে থাকা ক্ষোভ, অভিমানের কালো মেঘ কে দূরে সরিয়ে আরেকবার জড়িয়ে ধরি প্রিয় মানুষগুলোকে।। ভুল হলে ক্ষমা চেয়ে নিই ক্ষমা করে দিই।। " ভালোবাসি" বলে আরেকবার ধরে নিই বন্ধুর হাত টা।। দূরত্ব মুছে যাক ভালোবাসার ফল্গুধারায়.. দুর হোক ডিপ্রেশন, মুছে যাক অবসাদ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন