ইচ্ছেঘুড়ি
শ্রেয়া রায়
ইচ্ছে করে ভ্রমর হয়ে ফুলের কাছে যেতে
অকৃত্রিম সৌন্দর্যে মুগ্ধ হয়ে থাকতে ।
ইচ্ছে করে প্রজাপতির রঙিন পাখা হতে...
প্রকৃতিকে নবরূপে রঙিন করে তুলতে ।
ইচ্ছা করে সুদূর ওই আসমানীর রামধনু হতে..
সাত রঙাতে তোমায় ঘিরে থাকতে ।
ইচ্ছে করে গোলাপ হয়ে চুলের খোঁপায় সাজতে...
আবার প্রেমিকের হাতের গোলাপ হয়ে প্রেমে নিবেদিত হতে ।
ইচ্ছে করে জ্যোৎস্নার আলোয় তোমার ঘরের আঁধার দূর করতে... পূর্ণিমার চাঁদের আলোয় তোমার শরীর স্পর্শ করতে ।
ইচ্ছে করে শ্রাবণ ধারার বৃষ্টি হয়ে তোমার শাড়ির ভাঁজে
তোমায় আঁকড়ে ধরতে...
তোমার সিক্ত দেহে আলতো পরশে তোমায় আপন করে নিতে । ইচ্ছে করে সোনালী রোদের প্রথম কিরণে তোমার ঘুম ভাঙাতে... তোমার চোখের পলক জুড়ে তোমায় কাছে পেতে ।
ইচ্ছে করে স্নিগ্ধ হাওয়ায় তোমার খোলা চুলে বিলি কেটে তোমায় ঘুম পাড়াতে...
ঘুমের দেশে আমায় নিয়ে রঙিন এক স্বপন এঁকে দিতে ।
ইচ্ছে করে তোমায় ঠোঁটের কালচে তিলে আমার নাম লিখতে.. তোমার মিষ্টি ঠোঁটের মিষ্টি হাসি হতে ।
ইচ্ছে করে দোলের আবীর হয়ে তোমায় রাঙিয়ে দিতে...
ভালোবাসার বাহুডোরে তোমায় হৃদয়ে বেঁধে রাখতে ।
শ্রেয়া রায়
ইচ্ছে করে ভ্রমর হয়ে ফুলের কাছে যেতে
অকৃত্রিম সৌন্দর্যে মুগ্ধ হয়ে থাকতে ।
ইচ্ছে করে প্রজাপতির রঙিন পাখা হতে...
প্রকৃতিকে নবরূপে রঙিন করে তুলতে ।
ইচ্ছা করে সুদূর ওই আসমানীর রামধনু হতে..
সাত রঙাতে তোমায় ঘিরে থাকতে ।
ইচ্ছে করে গোলাপ হয়ে চুলের খোঁপায় সাজতে...
আবার প্রেমিকের হাতের গোলাপ হয়ে প্রেমে নিবেদিত হতে ।
ইচ্ছে করে জ্যোৎস্নার আলোয় তোমার ঘরের আঁধার দূর করতে... পূর্ণিমার চাঁদের আলোয় তোমার শরীর স্পর্শ করতে ।
ইচ্ছে করে শ্রাবণ ধারার বৃষ্টি হয়ে তোমার শাড়ির ভাঁজে
তোমায় আঁকড়ে ধরতে...
তোমার সিক্ত দেহে আলতো পরশে তোমায় আপন করে নিতে । ইচ্ছে করে সোনালী রোদের প্রথম কিরণে তোমার ঘুম ভাঙাতে... তোমার চোখের পলক জুড়ে তোমায় কাছে পেতে ।
ইচ্ছে করে স্নিগ্ধ হাওয়ায় তোমার খোলা চুলে বিলি কেটে তোমায় ঘুম পাড়াতে...
ঘুমের দেশে আমায় নিয়ে রঙিন এক স্বপন এঁকে দিতে ।
ইচ্ছে করে তোমায় ঠোঁটের কালচে তিলে আমার নাম লিখতে.. তোমার মিষ্টি ঠোঁটের মিষ্টি হাসি হতে ।
ইচ্ছে করে দোলের আবীর হয়ে তোমায় রাঙিয়ে দিতে...
ভালোবাসার বাহুডোরে তোমায় হৃদয়ে বেঁধে রাখতে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন