নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে

শুক্রবার, ১৭ জুলাই, ২০২০




কালানুক্রম // বদরুদ্দোজা শেখু

অলকানন্দা গঙ্গাকে পবিত্র জল আমরা বলেছি
থান আখড়া মাজার  মঠকে পবিত্র স্থল আমরা করেছি
অরুণ বরুণ পবনকে দেবতা করেছি,সমুদ্রও দেবতা,
রুদ্র প্রকৃতিকে তুষ্টকল্পে বলির রুষ্টতা
আমাদের জড়ভরত মনের ফসল ,আমরা গুহামানব অসহায় প্রাণী
প্রতিকূল পরিবেশে পরিকীর্ণ জন্মজন্মান্তর
গ্রাসাচ্ছাদনে জননে ব্যতিব্যস্ত ,হিংসা হানাহানি আমাদের বুনো উত্তরাধিকার ---
তার কোনো ইতি কোনো কালে ঘটবে ব'লে আমি
বিশ্বাস করি না । গোষ্ঠীদ্বন্দ্ব আধিপত্যবাদ
আমাদের রক্তের ইন্ধন যাকে বলে প্রজাতি- জিনোম
'ওম্ শান্তি ওম্ শান্তি ওম্'  কেউ কেউ ছড়ান হৃদয়ে
অসময়ে আতরের বাণী ভীষণ উদ্বায়ী
স্থায়ী সমাধান ব্যর্থ প্রাণপাত,দিঙ্নাদে পরমবাদের ব্যঙ্গ হাততালি ।বিশ্বযুদ্ধগুলো সব ঘরগেরস্থালি - - পলাশীর প্রান্তর আজো  ভারতভূমির বেদনা,বঙ্গভূমির বেদনা।।
  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন