ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

শনিবার, ১৮ জুলাই, ২০২০

কলমে : প্রীতম রায়


 হকার
প্রীতম রায়

কি বললেন চাকরি?
এর চেয়ে ঢের ভালো হকারি।
বিশ্বাস করবেন না লোভে পড়ে ছুটেছি হাজার! 
হেঁটেছি অনেক সিঁড়ি।
লাইটার ছেড়ে দেশলাইয়ে ঠেকেছি
ধরিয়েছি ইয়ে বিড়ি।
নো ভ্যাকেন্সি শব্দ গুলো ঘুমোলে কানে বাজে,
চাকরি চাই ভুলে দাদা লেগেছি হকারের কাজে।
টাকা নিয়ে ফিরলে বাড়ি ধরবে তখন উনুন।
তিন টাকায় চারটে লজেন্স লাগবে নাকি বলুন।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন