অধ্যায়
সুনন্দ মন্ডল
পরাজিত সৈনিক বারবার মাথা তুলে দাঁড়াতে চায়
দেওয়ালে গা বেয়ে মাকড়সার মতোই।
জীবনের সাফল্যে বারবার ব্যর্থতা
তেমনি শিরদাঁড়া।
শক্ত চোয়ালে মাংসের হাড় চিবানো অধ্যায়ে
ভেঙেচুরে নিঃশেষে গলাধঃকরণ
করার পর মোক্ষম স্বাদের অনুভূতি পাওয়া যায়।
প্রতিটি পাতায় ছাপার অক্ষরে
অধ্যায় নির্মিত হলে
স্বল্প বিরতির নির্দেশে
পরের অংশ পড়ার কৌতূহল জাগে
অদম্য নিশ্বাসে।
অধ্যায়ের পর অধ্যায়ে তৈরি হয়
ক্লাইম্যাক্সে পৌঁছানোর সুগঠিত সিঁড়ি!
সমাজে প্রতিষ্ঠিত হতে চাইলে তেমনি অধ্যায়ের
সুপরিকল্পিত ও সুকঠিন বেড়া টপকাতে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন