ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

রবিবার, ৫ জুলাই, ২০২০

একলা নবারুণ

ভুলে গিয়েছি গাছ, ফুল,  পাখি
মানুষ ভোলানোর ছিল যত ফাঁকি,

ভুলে গিয়েছি সবুজ পাহাড়
দেখেছি যখন দারুণ অনাহার,

তুলে দিয়েছি গানের ছন্দ
ওরা তো পায়নি ভাতের গন্ধ,

ভুলে গিয়েছি তোমার নীতিবাদ
ওদেরও নেই কোনো অপরাধ ,

ভুলে গিয়েছি আর সবকিছু
 তোমার আমার সুখ,
চাইছি শুধু আমার পাশে
ওরাও শ্বাস নিক একবুক;

মনে রাখ সব কবিতাই কোথাও
 খিদের আগুন ,
সেইখানেতেই  পথ হেঁটেছিল
 একলা নবারুণ ।

                   _____শ্রেয়া রায় চৌধুরী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন