ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

শুক্রবার, ১৭ জুলাই, ২০২০

ওরা গলা টিপে মারে
শুভাশিস্ চক্রবর্ত্তী


কত বর্ণমালা গেঁথেছি,
কত শব্দ দিয়েছি তোমায়,
আজ বাক্যময় আক্ষেপ শুধু কাঁদে।
রোজকার কমা, দাড়ি তেও তোমার ছোঁয়া,
সেদিন ও নেমেছিল চাঁদ আমার ছাদে।

এ লেখা শুধু লেখা নয়,
মাঝে মাঝে কত ভয় হয়,
উনুনের আঁচে জ্বলবে না তো !!
যেমন তুমি জ্বলেছিলে পাহাড়পুরের মাঠে।

এ কথা বলার নয়, বোঝার,
নামহীন কাব্যের মতই তোমায়,
কি সুখ পেয়েছিল তোমায় পুড়িয়ে ?

অঙ্কুরে তুমি ছিলে কত স্বপ্ন,
কত গাছে কত পাখি,
নিচে পথিকের শূন্য আসন আজ ও খালি।

বর্ণমালা ক্রমশ শুকিয়ে যায়।
ওরা গলা টিপে মারে তোমার বাক্য।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন