ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

রবিবার, ১২ জুলাই, ২০২০

দৈনিক কলমে লেখিকা শ্রেয়া রায়


প্রেমের ঋতুরঙ্গ
শ্রেয়া রায়

যদি বলি...গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের তপ্ত দিনে তোমার ছায়ায় আবৃত হয়ে তৃপ্তি পেতে চাই....
তুমি কি বৃক্ষ হয়ে আমায় তোমার সমস্ত শরীর দিয়ে ঢেকে স্বস্তি দেবে ?
নাকি...কালবৈশাখী ঝড়ের মতো এসে আমার সমস্ত খেলাঘর ভেঙে তচনচ করে দিয়ে আমায় পথে বসাবে ?


যদি বলি...বর্ষার দিনে খোলা আকাশের নীচে আমি ভিজবো প্রাণ খুলে....
তুমি কি এক পশলা শ্রাবণ ধারার বৃষ্টি হয়ে আমার শরীর ছুঁয়ে আমার ভিজিয়ে দিয়ে যাবে ?
নাকি...আকাশে কালো মেঘের বজ্রপাতে আমায় স্তব্ধ করে দেবে ?


যদি বলি...শারদপ্রাতে নবরূপে সাজবো তোমারই জন্যে....
তুমি কি শিউলি সুবাসে আমায় ভরে দেবে ?
নাকি...তুমি অসময়ের বৃষ্টি হয়ে আমার গায়ে কাদা ছিটিয়ে যাবে ?


যদি বলি...হেমন্তের শিশির ভেজা সকাল হয়ে তোমার ওষ্ঠ ছুঁতে চাই....
তুমি কি পদ্মপাতার মাঝে আমায় যত্নে ধরে রাখবে ?
নাকি...দিঘির জলে টলমলিয়ে আমায় ছেড়ে দেবে ?


যদি বলি...শীতের ঘন কুয়াশার চাদরে তোমায় ঢাকতে চাই...
তুমি কি আমায় আপন ভেবে কাছে টেনে নেবে ?
নাকি...অবহেলায় আমায় তুচ্ছ করে আপন পথে চলবে?


যদি বলি...বসন্তের প্রেম হয়ে আমি তোমার হৃদয়ে থাকতে চাই....
তুমি কি তোমার ভালবাসার আবীর রঙে আমায় রাঙিয়ে দেবে ?
নাকি...জরা-জীর্ণ ব্যাধি হয়ে আমায় একলা করে যাবে?


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন