সম্পাদকীয়
গলার কাছে দলা হয়ে আসে হতাশা । নিত্য দিনের রুটিনে ক্লীশে হয়ে যায় বাস্তব ,একটু হাঁফ ছেড়ে বাঁচার জন্য আশ্রয় নি লেখার কাছে সাহিত্যে র ধারা স্নানে যারা ধুয়ে দেয় রোজ ।তাঁদের কাছে মাথা নত করতেই হয় তেমন ই একজন প্রতীম হলেন নবারুণ যার জন্মদিনে আমরা এই ক্ষুদ্র প্রয়াস নিয়ে উপস্থিত হয়েছি,
আমরা সকলে মিলে স্মরণ করেছি সেই প্রতিবাদী অধ্যায় কে।
ধন্যবাদন্তে
অরূপ সরকার
সম্পাদক, জল ফড়িং ওয়েব ম্যাগাজিন
গলার কাছে দলা হয়ে আসে হতাশা । নিত্য দিনের রুটিনে ক্লীশে হয়ে যায় বাস্তব ,একটু হাঁফ ছেড়ে বাঁচার জন্য আশ্রয় নি লেখার কাছে সাহিত্যে র ধারা স্নানে যারা ধুয়ে দেয় রোজ ।তাঁদের কাছে মাথা নত করতেই হয় তেমন ই একজন প্রতীম হলেন নবারুণ যার জন্মদিনে আমরা এই ক্ষুদ্র প্রয়াস নিয়ে উপস্থিত হয়েছি,
আমরা সকলে মিলে স্মরণ করেছি সেই প্রতিবাদী অধ্যায় কে।
ধন্যবাদন্তে
অরূপ সরকার
সম্পাদক, জল ফড়িং ওয়েব ম্যাগাজিন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন