ভালোবাসার পুনর্জন্ম হোক
মলয় পাল
সীমাহীন কাল্পনিক নগরে অনিরুদ্ধ'রা হেঁটে যায়-
হেমন্তের নগর ঘুমিয়েপড়ে তখন;
শিশিরের মতো জমা কান্না ধূসর কুয়াশা হয়ে ছেয়েযায় নিয়ণ পথ।
হঠাৎ;প্রেমে পড়ে অনিত্য এক নারী,পৃথিবীর মসৃণ গৃবায় বিষ দাঁত বসায়!
এক শতাব্দী আচ্ছন্নতার পর নির্বাণ লাভ হয় একদিন।
অথাগতর মত;আগামী এক আলোকবর্ষ পথের দিকে নিস্পলক দৃষ্টিতে তাকিয়ে অনিরুদ্ধ বলে যায়-
তোমার অভিনয় আর অবহেলার মাটিতেই আমার অকৃত্রিম ভালবাসার পুনর্জন্ম হোক!
মলয় পাল
সীমাহীন কাল্পনিক নগরে অনিরুদ্ধ'রা হেঁটে যায়-
হেমন্তের নগর ঘুমিয়েপড়ে তখন;
শিশিরের মতো জমা কান্না ধূসর কুয়াশা হয়ে ছেয়েযায় নিয়ণ পথ।
হঠাৎ;প্রেমে পড়ে অনিত্য এক নারী,পৃথিবীর মসৃণ গৃবায় বিষ দাঁত বসায়!
এক শতাব্দী আচ্ছন্নতার পর নির্বাণ লাভ হয় একদিন।
অথাগতর মত;আগামী এক আলোকবর্ষ পথের দিকে নিস্পলক দৃষ্টিতে তাকিয়ে অনিরুদ্ধ বলে যায়-
তোমার অভিনয় আর অবহেলার মাটিতেই আমার অকৃত্রিম ভালবাসার পুনর্জন্ম হোক!
ধন্যবাদ আমার লেখাটি বিশেষ নবারুন সংখ্যায় নির্বাচন
উত্তরমুছুনকরার জন্য
ধন্যবাদ আমার কবিতা টি নির্বাচন করার জন্য
উত্তরমুছুন