নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে

বুধবার, ২৯ জুলাই, ২০২০

বিরিয়ানির গন্ধে লেখা


        বিরিয়ানি 
-----------------সুদীপ্ত সেন

আলাপ বোধহয় ফেসবুকে হয় 
ডেট ফিকস্ডটা হোয়াটস অ্যাপে 
ছেলেই প্রথম পসন্দ্ শুধায়
মনের দলিল মন মাপে।

মাপতে গিয়েই ক্যাবলা হলো 
দু-চোখ কাজল, মেঘ করুক
বিরিয়ানি পসন্দ্ ছিলো 
ছেলের ছিলো মেয়ের ভ্রু।

আলাপ হলো অনেকটাই 
এখন তারা অভ্যেসে
সদ্য প্রেমের স্বভাব তাই...
এখন সে সব বদলেছে। 

একটা ঘরেই এখন তারা
বিরিয়ানির ভাগ বসে
ভাঁপেই তাদের গন্ধ ছড়ায়
আদর মেজাজ মজলুসে।

আস্তে আস্তে রাত গাঢ় হয়, ফুটছে বিরিয়ানির চাল
মাংসের স্বাদ চালের ভেতর। ঢাকলো ব্যথা লাল রুমাল।


















কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন