#প্রিয়_শত্রু
কিশলয় গুপ্ত
আমায় যদি শত্রু ভাবো ভাবতে পারো
ভাবার উপর কারো কোন হাত নেই
খাবার যেমন দিন যত যায় কমছে আরও
কমছে প্রেমও- সংখ্যালঘুর জাত নেই
জাতের কথায় রাতের ভিতর প্রহর হাসে
শহর যেমন নিজ সুখে দেয় অনন্ত ঘুম
আমার ডাকে প্রগতিরা আর কি আসে
যথা নামে কালো খামে এই মরসুম।
ঋতুর তাড়ায় দু'হাত বাড়ায় অবুঝ বুক
চপলমতি- তোমার জন্য এই কবি
রাখলো পুষে গোপন ঘরে অলীক সুখ
শত্রু ভাবো- ভাবনাতেই আজনবি ।
কিশলয় গুপ্ত
আমায় যদি শত্রু ভাবো ভাবতে পারো
ভাবার উপর কারো কোন হাত নেই
খাবার যেমন দিন যত যায় কমছে আরও
কমছে প্রেমও- সংখ্যালঘুর জাত নেই
জাতের কথায় রাতের ভিতর প্রহর হাসে
শহর যেমন নিজ সুখে দেয় অনন্ত ঘুম
আমার ডাকে প্রগতিরা আর কি আসে
যথা নামে কালো খামে এই মরসুম।
ঋতুর তাড়ায় দু'হাত বাড়ায় অবুঝ বুক
চপলমতি- তোমার জন্য এই কবি
রাখলো পুষে গোপন ঘরে অলীক সুখ
শত্রু ভাবো- ভাবনাতেই আজনবি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন