ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০

কলমে- জিকে নাথ


টেবিলের 'পর নামানো খয়েরি শিরা ওঠা পাত্রে ছায়ার অসুখ 
 জি কে নাথ 

বুকের কম্পমান তৃষ্ণার দূরে গূঢ় অন্ধকার 
অরৈখিক সম্পর্কের সেলাই 'পর চিৎ হয়ে শুয়ে ....
ক্ষয় বাড়ে ,
দাগ হয় কানে বিস্ফোরিত প্রতিধ্বনি নিমের হাওয়া 
ভর্তি প্যাঁচালো লালায় সিক্ত ঠোঁটে 
কেঁপে ওঠে আনত স্বভাব,
মৃত চিনির রসে ডোবে ফোটা ফোটা নুন গলা
শিকড়ঘুমের দানা। 
স্তিমিত বৈধ রেখার ভিতর বিপথগামী পতঙ্গপথ
বিষাদ বিবর্ণ ঘেন্নার সমান্তরাল পথ ধরে 
ঝলসে ওঠে আলোয় ফোঁটা বিষণ্নতার 
পায়েস রঙের ভিতর মাঠ ভেঙে নীল 
ঘ্রাণের পাখায় ওড়ে পোকামাকড় সরলবর্গীয় 
কথার উপচার বেয়ে যতখানি নামে ঋণ ...
দেখি গ্রীষ্মের মাসকাবারি দোকান 
স্থলিত স্বপ্নের দূরত্ব জুড়ে ভেসে ওঠে 
উম্মুখ রক্তের তোড়ে উদ্ভিন্ন বিবৃতি
সমস্ত আকাশ জুড়ে আয়ুষ্কাল 
অবাঞ্ছিত জন্মদাগ মাথার মতো ঊর্ধ্বতন
দিগন্তচারী নৈশপোশাকে ঢাকা ব্যক্তিগত শব্দের
খোলায় গোলা প্রাণহীন নিজস্ব অক্ষর লাশ ছড়ায় 
ঘুমের ভিতর ব্যাথার রোগা হাতে সুইসাউড বম্বার 
খেলা নীল সবুজ লাল হলুদ বয়াম ভর্তি 
আয়ু স্টপেজ পাল্টে ফেলে ক্রমে পাচার হওয়া শহর
 ট্রাকে জানা গেল এতক্ষণে আত্মঘাতিনী পোকায় 
 কাটা লালার জিভ , 
 যেটা ছিলো আদপে এক নষ্ট মেয়েমানুষের 
 মৃত্যু এসে ঠোকরায় সমগ্র দৃশ্যকল্প ।














কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন