সুনন্দ মন্ডল
ধ্রুবক!
আসলে সত্যিই একমাত্র ধ্রুবক।
সত্যের পথে জীবনমুখী সংগ্রামের চেতনা,
আর চেতনায় জেগে ওঠে দ্বান্দ্বিক প্রেমজ বাঁক।
ধ্রুবকের আস্তরনে ফুটে ওঠে নিজস্ব চেহারা।
কঠোর বাস্তবে দাঁড়িয়ে থাকা যুবকের প্রণয়
কিংবা বাস্তব চালচিত্রে যুবতীর আত্মবিলাপ!
আড়ালে আত্মিক চেতনারই প্রতিলিপি।
ভিড় থেকে সরে এসে,
নিজস্ব স্বপ্নকে প্রাধান্য দিতে পারা যে কেউই
আত্মমগ্নরূপ পরিকল্পনার পরিস্ফুটনকারী।
একাত্মতায় হৃদয়ের উৎসে প্রাণের সঞ্জীবনী
সত্যপোলব্ধ ফুটে ওঠে ধ্রুবকের সাংকেতিক আয়নায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন