পরিবর্তনের সাথেই অভিযোজন
পাখি পাল
পরিবর্তন শব্দটা নাকি জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত,
তাই প্রতিটা মানুষের জীবনে রূপান্তর'টা চলেই আসে,
সে পরিকল্পিতভাবেই হোক বা অপরিকল্পিতভাবে,
তবে যাই হোক,পরিবর্তন শব্দটা শুনলে
একটা একঘেঁয়েমি হঠাৎ-ই যেন মুক্তির রাস্তা খুঁজে পায়,
গল্পের অনুচ্ছেদগুলো যেমন নতুন মোড় নিয়ে আসে,তেমনি
জীবনের বাঁকে পরিবর্তনগুলো নিয়ে আসে চমক,
এই পরিবর্তনের হাত ধরেই হয়তো বয়স আর অভিজ্ঞতা বেড়ে চলে,
তবে সব অভিজ্ঞতাগুলো ভালো হয় না,
হঠাৎ-এর অবসরে বিনা মেঘেই নামিয়ে আনে বজ্রপাত,
যদিও বৃষ্টি এসে সব মলিনতা একসময় ধুয়ে দেয়,
উড়ে আসা ধূলোঝড় যে পাতাগুলোকে ঢেকে দিয়েছিলো,
আজ তা গাঢ় সবুজ রঙ-এ সূর্যের কাছে তাপ চায়,
এসবের মধ্যদিয়েই গাছ বেড়ে ওঠে ঠিক জীবনটার মতো,
ভালো হোক বা মন্দ,সুখ হোক বা শিক্ষা-সবটা নিয়েই পরিবর্তন
আসে আর অভিযোজনের মধ্যদিয়ে আমাদের আরও শক্তিশালী করে যায় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন