নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে

শনিবার, ২২ আগস্ট, ২০২০

সাপ্তাহিক কলমে :- সুদীপ নীল তন্তুবায়

 

সম্পর্ক ও শ্রাবন 

সুদীপ তন্তুবায় নীল 


একটা শ্রাবন শেষ হয়ে গেলেই 

অধ্যায় জুড়ে উপসংহার লেখে স্বাস্থ্যবতী বৃষ্টি।

ভাদ্রের মোহময়ী শরীর জুড়ে লেখা হয় 

স্থানান্তরের গল্প। 

পথের বৃত্তে মুখোমুখি দুটো যৌবন 

আবেগের ক্যানভাসে ষোড়শী নদীটির ছবি আঁকে।

এক একটি নিস্তারের লোভ 

অনিহার কচি হাতে তুলে দেয় 

পূর্ণচ্ছেদ ভালোবাসার দলিল।

সম্পর্ক বড্ড সহজাত।

একটা শ্রাবন শেষ হয়ে গেলেই সম্পর্ক শেষ হয় না।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন