ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

বুধবার, ১২ আগস্ট, ২০২০

মাসিক সংখ্যা

 শেষ আলো----

       অর্পিতা ঘোষ

মনের দরজা এখন খিল এটে বন্ধ করা...

যতোই ছুঁতে চাও,পাবেনা নাগাল তার,

দূষিত বাতাসে ভরে আছে বুকের আকাশ

পচা গন্ধময় ভাইরাসে তা কাতর।


দিগন্তখোলা দরাজ মনগুলো হাজার কষ্টের ভিড়ে

কয়লার খাদানে শান্তিতে আছে বেশ,

জ্যোৎস্নার স্বপ্ন স্বার্থের পসরা নিয়ে

আগ্নেয়গিরির তাপে হতে পারে শেষ।

গলিত লাভা হয়ে আজ শুধু প্রলোভনে

সমুদ্রের মাঝে স্তম্ভ গড়ার আশা,

ফেরেনা কেউ মাটির পৃথিবীর টানে..

আঁকতে চায়না কেউ সুন্দর নকশা।


হয়তো এভাবেই একদিন আগুনে ঝাঁপ দিয়ে–

নিজেকে পুড়িয়ে হতে হবে ছাই,

বুকের পাথর ভাঙবে গাইতি দিয়ে

আশার শেষ আলো যদি পৌঁছায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন