নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে

মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০

লিঙ্কে ক্লিক করে পড়ুন 'প্রথম চুমুর বালক'

 

প্রথম চুমুর বালক

কলমেঃ- সুদীপ্ত সেন


আয় তো দেখি সহজ করে এবার

আয় তো এখন চুপটি করে কাছে 

দেখছে দেখুক লোকের ওটাই কাজ

আমার কাজ তো, ঠোঁটের ওপর আছে।


ভিজছে ভিজুক কলেজ স্কোয়ার তখন

ছাড় তো, হ্যাঁ দেখছে দেখুক, ও'তো  শালিক

শোন লজ্জা থাকুক ভয় করিস না আজ 

আর আমরা এখন নিজেই নিজের মালিক।


চুপটি করে সাজিয়ে তোকে ধরে 

বলব তোকে ঠোঁটের চাবি কোথায়

তোমার ঠোঁটের তালা ভাঙার নামে

কলেজ স্কোয়ার ডুবলো অসভ্যতায়।


এই টুকু থাক। বাদবাকিটা লিখে পাঠাবো তোর ঠিকানায়

ঠিক শুনেছো, প্রথম চুমুর জন্মটা হয় ভীষণ রকম উত্তেজনায়। 



ছবিটিঃ- সংগৃহীত 






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন