'শ্রাবণের বেলাশেষে'
পাখি পাল
চাতকের চাওয়ায় আর বৃষ্টি নামলো কই,
ভরা শ্রাবণেও তার গলা শুকিয়ে কাঠ,
এভাবেই বছর আসে বছর যায়,
বুকফাটা কান্নায় আজ চৌচির ধূসর মাঠ,
শ্রাবনের ধারায় আজ যখন সবটা সবুজ,
চারিদিকে প্রকাশ পাচ্ছে প্রকৃতির আকৃষ্ট রূপ,
তখনও শেষের এক দামামা বেজে চলেছে কানের কাছে,
আর ঈশ্বর শত ডাকাডাকিতেও চুপ,
উল্টে-পাল্টে চলে ভাঙা-গড়ার খেলা,
দুমড়ে মুচড়ে আবার হাত চেপে করতে হয় মসৃন,
ডাইরী শেষ হয়ে যাবার পরেও,
কিছু ছেঁড়া পাতা থেকে যায় অমলিন,
অধ্যায়গুলো শেষ হয় একে একে,
তবু উপসংহার টানতে এখনো কিছুটা বাকি,
জানিনা এ জীবনে শ্রাবনের শেষে,
বৃষ্টি কি পারবে হৃদয় ছুঁতে নাকি দেবে ফাঁকি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন