আজ আকাশটা দুঃখের
রাজা অধিকারী
বৃষ্টি পড়ছে মাটিতে, করছে মৃদু শব্দ।
প্রতিদিন আমার একইরকম কাটছে,
আমি যে আজও বাড়িতে আবদ্ধ।
চিন্তায় মগ্ন থাকি সারাক্ষণ,
এই জরাজীর্ণ শরীরে জমছে মনের কষ্ট, হচ্ছে রুক্ষ্ম।
সুখের পিছনে দৌড়াতে গিয়ে মিলেছে
শুধু অশেষ দুঃখ।
রাতদিন জেগে জেগে স্বপ্ন দেখি,
বারে বারে ফিরে পেতে চায় ,
সেই ফেলা আসা দিন,
যেখানে রামধনুর মতো মিলিত ছিল সমস্ত স্মৃতিরা।
আজ মনের মধ্যে নেমে আশে দুঃখের ঢেউ।
অক্লান্ত পরিশ্রমের পরেও মুখে ছিল হাসি,
মনে হত মেঘের ভেলায় চড়ে আকাশেই শুধু ভাসি।
কিন্তু আজ সেই আগের আকাশটা নেই,
আজ আকাশটা শুধুই দুঃখের।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন