নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে

শনিবার, ১৫ আগস্ট, ২০২০

সম্পাদকীয় কলম

 

সম্পাদকীয় কলম

৭৪তম স্বাধীনতা দিবসে একটা প্রশ্ন বার বার আমাকে বিব্রত করছে আমরা কি সত্যি স্বাধীন। সত্যি কি স্বাধীন হতে পেরেছি বেরোতে  পেরেছে কুসংস্কারচ্ছন্ন শেঁকলের বেড়ি ছেড়ে।এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে বহুবার যেবার শেষবার চড়েছিলাম স্বাধীনতার নৌকা, পুষেছিলাম শখ করে টিয়া পুড়েছিলাম খাঁচায় ওর সম্মতি আছে কিনা না জেনেই।মর্জির মালিক হয়েছিলাম সেইদিনও একই প্রশ্ন এসেছিল ঊড়ে। আমরা কি আদৌ স্বাধীন?  উত্তরে বলবো কোথাও হ্যাঁ আর কোথাও না। আমরা শারীরিক ভাবে হলেও মানসিক ভাবে নই।চিন্তা চিন্তনে বার বার আবদ্ধ হয়ে পড়ি পরনির্ভরশীলতায়।নিজস্ব চিন্তাভাবনার যেদিন সঠিক বিকাশ ঘটবে সেদিন হব স্বাধীন।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন