ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

শনিবার, ২২ আগস্ট, ২০২০

সাপ্তাহিক কলমে :- জয়ীতা চ্যাটার্জী



শতাব্দী

জয়ীতা চ্যাটার্জী


আজ সে চলে যাচ্ছে দূরে, 

যে ভাবে আমার গান শীত তাড়িয়ে নেয়। 

সে চলে যাচ্ছে দূরে মিশে যাওয়া বিকেলের রোদ্দুরে

সে চলে যাচ্ছে মিলনের সমস্ত অসম্ভব সম্ভবনাকে ফেলে ছুড়ে, 

সে ছোটো হয়ে আসে বুনতে বুনতে উলের গোলার মতো

ঘুমন্ত হারিয়ে যাওয়া স্বপ্নাতুর যেন কিশোর শরীর চুম্বনরত,

সে চলে যাচ্ছে দূরে গলতে গলতে ছোট হয়ে যাওয়া মোম, 

আগুনের মধ্যে জন্ম নিয়েছে যেমন হোম

মন খারাপ মুছতে মুছতে তার সে চলে যাওয়া

মেঘের দিকে ডুবিয়ে মুখ উড়িয়ে দেয় হাওয়া

সে চলে যাচ্ছে সন্ধের শেষের মতো প্রায়

সমুদ্রশূন্যে শতাব্দী এমন করেই একদিন দূরে চলে যায়।











কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন