"শ্রাবণের শতরূপ"
শোভন অধিকারী
হে শ্রাবণ প্রকৃতির মাঝে তুমি এক অপরূপ সৃষ্টি,
শ্রাবণ মাসে বৃষ্টির জল, মনে বয়ে আনে আনন্দের ঢল
শ্রাবণ মাসের বৃষ্টিতে ভিজতে লাগে ভালো,
শ্রাবণ মাসের মেঘলা আকাশ হয়ে আসে কালো।
শ্রাবণ মাসে বাইশে শ্রাবণ মনে পড়ায় কবি গুরুর প্রয়ান দিবস।
শ্রাবণ মাসে কদমের ডালে চড়ুই গায় গান।
শ্রাবণ মাসে কদমের গন্ধে ভরে যায় প্রান।
শ্রাবণ মানেই গ্রাম বাংলার গাছে গাছে তালের রব রব।
শ্রাবণ মানেই কত শত ভক্ত ঢালছে জল ভোলানাথের মাথাতে।
শ্রাবণ মানেই ভালোবাসার আকাশ,
সেই আকাশের নীচে প্রেমিক প্রেমিকা মত্ত
ভালোবাসার ছোঁয়ায়।
যা সমস্ত চোখে ছড়িয়ে দেয় অন্যরকম মুগ্ধতা।
শ্রাবণ মাসের উদাসী হাওয়া বিকাল বেলায়,
তুমি আমি করবো দেখা নদীর ধারে,
শ্রাবণ মাসের শান্ত পরিবেশ
তুমি আমি চিরকাল যাবো ভালোবেসে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন