'জলফড়িং সাপ্তাহিক' আয়োজিত 'আপনি সম্পাদক আপনিই কবি' সাপ্তাহিক সংখ্যা বিভাগে এই সপ্তাহে আমার উপর সম্পাদনার ভার দেওয়া হয়েছে, এজন্য "জলফড়িং"-সহ সকলের প্রতি জানাই অশেষ কৃতজ্ঞতা।
এই সপ্তাহের সংখ্যার নাম ছিল-"পরিবর্তন"
সময়ের সাথে আমাদের জীবনে প্রতিনিয়ত নিত্য নতুন পরিবর্তন ঘটে থাকে, অর্থাৎ আমাদের জীবন সদা পরিবর্তনশীল এবং স্রোতে বয়ে যাওয়া ঠিক একটি নদীর মতন যা কখনই থেমে থাকে না। সময়ের সাথে সাথে প্রতিটা মুহূর্তেই প্রতিটা জিনিসের পরিবর্তন ঘটে থাকে,যেমন-আমাদের জীবনযাত্রায় পরিবর্তন, সময়ের পরিবর্তন, স্থানগত পরিবর্তন, মানুষের মনের পরিবর্তন প্রভৃতি। কিছু পরিবর্তন জীবনে আনন্দদায়ক হয় এবং কিছু দুঃখজনক। আমাদের জীবনের পরিবর্তন গুলো কখন-কিভাবে-কোথায় ঘটে তা আমাদের সব সময় জানা থাকে না।
তবে সকল পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে অর্থাৎ অভিযোজিত হয়ে নিজেকে এগিয়ে যাওয়াই হল আমাদের জীবনের মূলমন্ত্র।
কবিগুরুর ভাষায়-
"পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায়...।।"
এই ভাবনা নিয়েই তৈরি হয়েছে আমাদের কবি ও লেখকদের লেখা। পরিশেষে, যাদের এই সংখ্যায় লেখা পেলাম এবং যাদের লেখা পেলাম না সকলকেই জানাই অসংখ্য ধন্যবাদ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন