নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে

শনিবার, ১৫ আগস্ট, ২০২০

কলমে - জয়ীতা চ্যাটার্জী

হত্যা:

জয়ীতা চ্যাটার্জী

দেখিনি এমন কোনো আশ্চর্য সকাল , 

যেখানে কোনো হত্যা হয়নি গতকাল। 

দেখিনি এমন কোনো নিস্পাপ মুখ, 

 হত্যাকাণ্ড লুকোয়নি যেখানে মিথ্যে সুখ। 

তন্নতন্ন করে খুঁজেছি নিজের ভেতর, 

একটা একটা করে খুন হয়েছে খুনের ওপর। 

শেষ মুহূর্তে মনে পড়ে আমার টিকিট নেই, 

যে শহর থেকে জঙ্গলে আমায় ফেরাবেই।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন