ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

শনিবার, ১৫ আগস্ট, ২০২০

চিঠি ও কলমে - অর্পণ বসাক

 

নেতাজী কে চিঠি 

অর্পণ বসাক 


প্রিয় নেতাজী,

              অনেকদিন ধরেই তোমায় লিখবো লিখবো করেছিলাম।কিন্তু লেখাটা আর হয়ে ওঠে নি। কি করেই বা লিখতাম বলো,আজ যখন তোমায় লিখবো বলে স্থির করলাম,হঠাৎ ই মনে হলো তোমায় লিখব কোন ঠিকানায়? কটকের সেই বাড়িতে তো তুমি আর ফেরো নি। তাই আমার এই চিঠি বাতাস কে দিয়ে পাঠালাম।ও হয়ত নিশ্চয় কাশ্মীর থেকে কন্যাকুমারী যেখানেই থাকো তোমায় নিশ্চয় পৌঁছে দেবে,নিশ্চয়।

       জানতো দেখতে দেখতে স্বাধীনতার সত্তর টা বছর পার করে এলাম।তুমি যে ভারত দেখতে চেয়েছিলে সেই ভারতে আজ ব্রিটিশ রা নেই,পরাধীনতার নাগপাশ নেই, ইংরেজ বাবুদের অত্যাচার নেই।তোমার ভারত স্বাধীন!

      তোমার স্বপ্নের ভারতের লোকেরা আজকেও খুব সকাল করে ওঠে ,পতাকায় মালা চড়ায়, তোমার ছবি রাখে ।দেশাত্ববোধক গায়।আর একটা ছুটির দিন কাটায়।

        না !এসব বলতে তোমায় লিখছি না। যেটা বলার ছিল, জানো নেতাজী, তোমার স্বাদের ভারতবর্ষের মাটিতেই আজ কাঁটাতার পড়েছে হিন্দু আর মুসলিমের মাঝে। যে মেয়েটা মা কে বলে গেছিলো মা !এবার তুমি দেখে নিও, আমি মস্ত বড় টিচার হবো। আর আমার দেশ কে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করব।সন্ধ্যার পরে সে আর ফেরেনি টিউশন ক্লাস থেকে। পরদিন খবরের কাগজে তার রক্তাক্ত দেহের ছবি  খুঁজে পেয়েছি আমরা।

        একটা রুটির জন্য ছেলেটার খিচুড়ির স্কুল দেখা হয় নি। দুদিন পরেই সমাজ যাদের গড়ার কথা তারাই আজ গড়ার বদলে শুধু ভেঙেই চলেছে ইটের স্তূপ,একেকটা সভ্যতার স্তুপ। ওরা হয়ত সত্যি জানে না স্বাধীনতা আর স্ব-দীনতার তফাৎ টা।

        মানবতার মাঝে কাঁটাতার টেনে তোমার প্রিয় মাতৃভূমি টা কে কতটা মানচিত্রের স্কেল ঠিক রাখা হয়েছে আমার জানা নেই। তবে এ দেশের মানুষ তোমার মত করে প্রতিবাদ করা টা ভুলে যাচ্ছে,ভুলে যাচ্ছে উলঙ্গ রাজা কবিতার সেই শিশুর মত বলতে-"এই রাজা তোর কাপড় কোথায়?" কাঁটাতারের ওপারে থাকা শয়তান গুলোকে  জওয়ানরা দেখে নেয় জীবনের বিনিময়ে কিন্তু কাঁটাতারের মধ্যে থাকা মুখোশধারী মীরজাফর দের কে পাহারা দেয় বলতো? 

     নেতাজী এবার তোমার ফেরার সময় এসেছে, তুমি এবারটি ফিরে এসো। আবার তুমি তোমার দীপ্ত কণ্ঠে বলে উঠবে "তোমরা আমায় রক্ত দাও,আমি তোমাদের স্বাধীনতা দেব" এবারে পরাধীনতার অধীন থেকে স্বাধীন করতে নয়। এবার না হয় তুমি ডাক দিও একটা মুক্তমনা স্বাধীনতার, একটা মানবতার স্বাধীনতার, একটা সত্যি বলার সাহসের স্বাধীনতার।

        আর বেশি  কিছু লিখলাম না। সবশেষে আমার প্রণাম নিও নেতাজী।

©অর্পণ বসাক 



                           


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন