#বর্ষ_রেখা_ধরে
মলয় পাল
জঙ্গলের কোনো পিতা মাতা নেই,
কোনো সরকার নেই,কোনো রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ নেই।
তবুও তারা কাটাপড়ে ,তাদের বাঁচার
অধিকার কেড়ে নেওয়া হয়!
কে বা কারা ?
তার বেঁচে থাকার অধিকার কেড়ে নিলো উত্তর আসেনা!
এই বিশ্ব চরাচারে তার ও যে একটা বেঁচে থাকার জমি ছিল,
দলিল,পাট্টা সবই তার ছিল,অস্বীকার করি আমরা।
কেড়ে নেওয়া হয় জোর করে তার অধিকার ;
জঙ্গলের জোৎস্না কেড়ে চেটেখায় অর্থলোভী ঠিকাদার।
তার ধারালো জিভে পরিস্কার করেদেয় গভীর বন, ফাঁক হয়ে যায় গায়ের সবুজ চাদর।
কংক্রিটের চাদরে ঢেকে যায় সবুজ গালিচা।
কাটা দেহে নীরব বর্ষরেখায় বহন করে-
তার দেওয়া বাতাস,ফসল,ছায়া,পোষাক,আশ্রয়ের ইতিহাস;
যা আমারা চাইলেও অস্বীকার করতে পারিনা
ধন্যবাদ
উত্তরমুছুন