ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

শনিবার, ১৫ আগস্ট, ২০২০

কলমে - সুনন্দ মন্ডল


 এ এক অন্য স্বাধীনতার গল্প 

 সুনন্দ মন্ডল


চুয়াত্তর পেরিয়ে এসেছি,

সমাজ দেখেছি, সংস্কৃতি ছুঁয়েছি

পরিবেশ ও পারিপার্শ্বিক সভ্যতার গালমন্দ মেখেছি!


শুধু পারিনি নিজেকে সংকুচিত করতে,

নিজের কাপড়ে দাগ লাগাতে!


আজ সেই দাগ লেগেছে,

কালিমাময় সমাজ চূর্ণ আভিজাত্যের দাপটে।

চুনরঙের প্রলেপ দেওয়া সভ্যতায় প্রত্যেক ব্যক্তি

স্বধর্মে ও স্বচিন্তায় স্বাধীন।


বাঘ বনাকীর্ণ ঘর ছেড়েছে, অন্য পশুরাও বিপন্ন!

গাছের মূল উপরে ফেলে নিধন করা হচ্ছে বংশ।


নির্ধন হয়ে উঠছে সবুজ।


সবুজের আকালে মানববাগানে ঢুকে পড়েছে অসুখ,

আরোগ্যের ন্যূনতম উপায় না খুঁজে

শুধুই বাড়িয়ে তুলছি সম্পদ!

আর সম্পদে বাড়াচ্ছি স্বাধীন সুখে স্বাদ হীন গল্প।



             

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন