শ্রাবণে মঞ্চ সজ্জা
সুনন্দ মন্ডল
শ্রাবণ শেষের বেলা
ভাদুর গানে নাচে মন।
ঝরঝর বৃষ্টির খেলায়
উৎফুল্ল হয় এ জীবন।
রঙিন সূর্যের গলিত আভা
বেলা শেষের ডাকে মজে।
প্রকৃতির মঞ্চে মাহেন্দ্রক্ষণের সন্ধ্যা
শাঁখের ফুঁয়ে আঁচল নামায় লাজে।
অস্তগত রোজনামচায় জীবন
নতুন দমে নতুন অধ্যায়ে।
ভালোবেসে দৃঢ় সম্পর্কে বাঁধতে
শ্রাবণ শেষের নতুনকে নেয় জড়িয়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন