ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

সোমবার, ৩১ আগস্ট, ২০২০

কবি নীহার রঞ্জন দাসের কবিতা


 তুমি আদেশ করলে

------------------------নীহার রঞ্জন দাস

(এক)

তুমি আদেশ করলে

দ্রোহকাল ভেঙে দিতে পারি ।

তুমি আদেশ করলে...

(দুই)

তুমি আদেশ করলে

কুঁজো পিঠে এখনো

খোলা অরণ্যের হাওয়া

তোমার ওড়নায় ছোঁয়াতে পারি ।

(তিন)

তুমি আদেশ করলেই

এখনো সাইবেরিয়ার হলুদ পাখি

উপহার দিতে পারি ।

(চার)

তোমার মৌন যাপন ভাঙলে

এখনো আমি মেঘের জলে

আগুন জ্বালতে পারি ।

(পাঁচ)

তুমি চাইলে এখনো আমি

প্রদীপের নীচের অন্ধকারে

সূর্য বসাতে পারি ।

(ছয়)

তুমি চাইলে এখনো আমি

উপোসী রাত ভুলে

প্রেমের গান গাইতে পারি ।

(সাত)

তুমি চাইলে এখনো আমি

নিষিদ্ধ পল্লীর মেয়েকে

কুমারী পুজোয় বসাতে পারি।

(আট)

তুমি নীরবতা ভাঙলে

আমার ভাঙা ঘরে আলো জ্বলে

শুষ্ক হৃদপিন্ডটা আকাশে মুখ তুলে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন